আজ সোমবার বিকাল ৫ টায় চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউটে প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর তথা রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভাগের প্রয়াত শিক্ষক, প্রয়াত সমিতির নেতৃবৃন্দ ও আজীবন সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সমিতির প্রতিষ্ঠালগ্নের সকল নেতৃবৃন্দ, সদস্য, বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, চবি সেন্ট্রাল অ্যালানাইয়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সকল আজীবন সদস্যকে রজতজয়ন্তী উৎসবে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি মো. শাহ আলম, প্রস্তুতি কমিটির আহবায়ক আবু তালেব বেলাল। প্রেস বিজ্ঞপ্তি।