প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস চবির রজতজয়ন্তী উৎসব

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:৩৭ অপরাহ্ণ

নগরীর নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউটে প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রজতজয়ন্তী উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গতকাল অনুষ্ঠিত হয়। বিভাগের প্রবীণ ও নবীন প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্যে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি ও সমিতির সাবেক সভাপতি এড. মফিজুল হক ভুঁইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষাবিদ এড. আজিজ উদ্দিন হায়দার, বীমাবিদ সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, ব্যাংকার ও সাবেক সভাপতি শেখ লুৎফর রহমান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও হাফেজ সালামত উল্লাহ। দিলরুবা খানম শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন, সাহেদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক এস এম আশরাফ হোসাইন, এড. নাজমুল হক, ফজলুল কবির খসরু, আবদুল আহাদ সাহেদ ও ফেরদৌসুল আমিন, অধ্যাপক সৈয়ূ হাফেজ আহমদ প্রমুখ। উৎসবে প্রবীণ সদস্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদ পাঠক সহিদুর রহমান এবং শিক্ষাবিদ আমেরিকা প্রবাসী প্রফেসর এস এম আশরাফ হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরনো এবং ঐতিহ্যবাহী বিভাগ স্ট্রবেরি জাহাজ ও সংস্কৃতি বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা আজ দেশবিদেশের বিভিন্ন ঘরে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রেখে আসছে। এ বিভাগের শিক্ষক বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক এবং একাডেমিক নেতৃত্ব দিয়ে আসছে। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি স্ট্রবেরি জাহাজ ও সংস্কৃতি বিভাগ ২৫ বছর পূর্তি অনুষ্ঠান তথা রজতজয়ন্তী উৎসব করে তাদের বিভাগের গৌরকথা ঐতিহ্য কে ধারণ করতে সক্ষম হয়েছে তারা বলেন বিভাগের প্রাক্তনদের সংগঠন অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কোন বিভাজন কোনভাবেই কাম্য হতে পারেন। পরে কেকে কেটে ও প্রয়াত বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীসহ ৭১ ও ২০২৪ এর জুলাই এর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ সালামত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পুলিশের অভিযানে ২ বন্দুকসহ যুবক গ্রেপ্তার