প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

পাঁচলাইশে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে আবু সুফিয়ান

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে পাঁচলাইশের হাজীপাড়ায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আবু সুফিয়ান।

গতকাল শনিবার দুপুরে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলসহ পাঁচলাইশ এলাকার হাজীপাড়া জলমগ্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শত শত বাসিন্দা। খাদ্যসামগ্রী বিতরণকালে আবু সুফিয়ান বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এই দুঃসময়ে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব করতে। বিএনপি সবসময় মানুষের জন্য এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য আবদুর রহিম, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম, মোরশেদুল আলম, সাইফুল ইসলাম সওদাগর, মো. ইউসুফ, জাহাঙ্গীর আলম, ওসমান গণি, আব্দুল হালিম কালু, মো. চান মিয়া, বেলাল সরদার, মহিউদ্দিন জুয়েল, আজম নাজের, মঞ্জুর আলম মন্‌জু, মো. হাসান, এমদাদুল হক, আবুল হোসেন, সাব্বির, মো. আনোয়ার, টিপু, তাজিম ইসলাম, ফারুক, নোমান, রাফি, হানিফ, ফাহিম, তারেক, রুবেল, শুভ, বোরহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ইসলামী ছাত্রসেনার সভা
পরবর্তী নিবন্ধইসলাম এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর হাত ধরে