প্রাকৃতিক দুর্যোগে ফেরি বন্ধ, ঝূুকি নিয়ে বোয়ালখালীবাসীর নৌকা পারাপার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:৫৩ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর কালুরঘাটে প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল ফেরি। আজ শুক্রবার বিকেলে আবহাওয়া ভারী হওয়ার সাথে সাথে ফেরি বন্ধ করে দেয়া হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে পারাপার হয়েছেন যাত্রীরা। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে ফেরি আবার স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী।

নগর থেকে আসা সাংবাদিক ইয়াছিন চৌধুরী বলেন, একটি অনুষ্ঠানে উপস্থিত হতে সকালে শহরে যায়। সন্ধ্যার পর কালুরঘাট এসে দেখি দুর্যোগের কারণে ফেরি বন্ধ। ফেরি কর্মকর্তারা সতর্কতার জন্য মাইকে ফেরি বন্ধের কথা বারবার বলছেন। অবশেষে নৌকা যোগে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হই।

অতিরিক্ত বাতাস আর ঢেউয়ের কারণে সাড়ে ছয়টার দিকে নৌকাও বন্ধ করে দেয়া হয়।

নুরুল আবছার নামের এক যাত্রী বলেন, দুর্যোগের কারণে জীবনের নিরাপত্তার জন্য ফেরি বন্ধ থাকায় নৌকা করে নদী পার হতে হয়। তখন নদীতে উত্তাল ঢেউয়ে নৌকা উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। আজ যদি কালুরঘাট সড়ক সেতু থাকতো তাহলে এই ঝুঁকি নিয়ে কেউ নদী পার হত না।

ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের নিরাপত্তার জন্য বিকেল থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। দুর্যোগ স্বাভাবিক হলে আবার চালু করা হবে ফেরি। তবে কালুরঘাটে প্রাকৃতিক দুর্যোগে বড় ফেরি প্রয়োজন। যা আমাদের নেই। সড়ক ও জনপথ বিভাগ চাইলে বড় ফেরি দিতে পারে। সে ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে ফেরি চলাচল করা যায়। কিন্তু সর্বশেষে আমাদের একটি কালুরঘাট সড়ক সেতু বড়ই প্রয়োজন। আমরা কিভাবে চলাফেরা করবো? আজকে একটি সড়ক সেতু থাকলে মানুষ এই দুর্যোগে কষ্ট পেত না, জীবনের ঝূঁকি নিতে হত না।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষ, চালক আহত
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মিধিলি’ : সন্দ্বীপে গাছের ঢাল পড়ে নিহত ১