প্রাকৃতিক ছড়ায় নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

চুনতি অভয়ারণ্য

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে একটি প্রাকৃতিক ছড়ায় অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল মঙ্গলবার যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ১১ জানুয়ারি দৈনিক আজাদী পত্রিকায় ‘চুনতি অভয়ারণ্যে টিলা কেটে পাগলীর ছড়ায় বাঁধ/ঝুঁকিতে বন, বন্যপ্রাণী ও কৃষি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিষয়টি উঠে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এ সময় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার চুনতি ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী গোলাইম্যা ঘোনা এলাকায় অভয়ারণ্যের ভেতরে একটি প্রাকৃতিক ছড়ায় মাটি কেটে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এতে ছড়ার স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। সংশ্লিষ্টদের মতে, এর ফলে ছড়ার ভাটির দিকে অবস্থিত কৃষিজমিতে জলাবদ্ধতা ও ফসল ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

পরবর্তীতে বিষয়টি যাচাইবাছাই শেষে ছড়াটিতে দেওয়া বাঁধটি অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় এবং তা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের সময় বাঁধটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, প্রাকৃতিক ছড়া বা জলপ্রবাহে কোনো ধরনের বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার আইনগত সুযোগ নেই। ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সিএমপি কমিশনারের নির্দেশ
পরবর্তী নিবন্ধমোবাইল আমদানিতে শুল্ক কমল