বিজনেস কমিউনিটির ফোরাম ‘ভেলোর অব বাংলাদেশ’র উদ্যোগে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর সেন্টমার্টিন সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ঢাকা চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ব্যক্তিত্ব ও কর্ণধাররা অংশ নেন। অনুষ্ঠানে ভেলোর অব বাংলাদেশ ফোরামের উদ্দেশ্য, কর্মপরিধি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ফোরামের অন্যতম উদ্যোক্তা নাজমুস আহমেদ আলবাব।
তিনি বলেন, গত ২০২০ সালে কোভিড মহামারির সময় যখন সব কর্মযজ্ঞ থমকে যায়, সে সময় আমরা কিছু কর্পোরেট ব্যক্তি মিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্পোরেট ব্যবসায়ীক সংস্কৃতির বিকাশ ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইন প্লাটফর্মে নিজেদের অভিজ্ঞতার বিনিময় শুরু করি। সে প্লাটফর্মে দেশের নীতি নির্ধারক শ্রেণির অনেককে যুক্ত করা হয়। তাদেরকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হতো এবং সমাধানের জন্য সুপারিশ করা হতো। অনলাইনে প্লাটফর্মে এভাবে অন্তত ৫০টি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এসব ওয়েবিনার গত ২০২১ সালে আমরা জার্নাল হিসেবে প্রকাশ করি। আমরা ভেবে দেখলাম, এসব ওয়েবিনার থেকে আমরা অনেক উপদেশ ও পরামর্শ পেয়েছি, যেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারি। সেই প্রেক্ষিতে আমরা এবার চট্টগ্রামে আমাদের ফোরামের কার্যক্রম এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চট্টগ্রামের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে আগামী জুলাইয়ে অন্তত একটি অনুষ্ঠান করতে চাই। এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের অভিজ্ঞালব্ধ জ্ঞান আমরা সাধারণের মাঝে ছড়িয়ে দিতে চাই। কারণ আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে প্রাইভেট সেক্টরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে কখনো দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেলোর অব বাংলাদেশ ফোরামের অন্যতম উদ্যোক্তা এজেডএম সাইফুদ্দিন সাইফ, লঙ্কাবাংলা সিকিউরিটিজের রিজিওনাল চিফ মোহাম্মদ আমির হোসেন, সেনা হোটেল ডেভলাপমেন্টস লিমিটেডের চট্টগ্রামের চিফ এক্সিকিউটিভ অফিসার বিগ্রেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী, পিএনএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান খান, একে খান এন্ড কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বী, টিকে গ্রুপের মহাব্যবস্থাপক (বিপণন) জাহেদুল ইসলাম চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম ও ইন্টারন্যাশনাল রিলেশন বিজনেস ডেভলাপমেন্ট মাকসুদ–উর–রহমান ও কাতার ফাউন্ডেশনের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ত্রিদিব ঘোষ।












