প্রাইভেট পড়ানোর ওপর বিধিনিষেধ আরোপ করছে চীন

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে ও ক্রমবর্ধমান জনসংখ্যা সঙ্কট মোকাবেলায় সহায়তা করতে প্রাইভেট পড়ানোর ওপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে স্কুলের পর প্রাইভেট পড়ানোর যে ধারা গড়ে উঠেছে তাকে ‘সামাজিক সমস্যা’ বলে অভিহিত করার পর থেকে এই খাতটি চাপে ছিল। খবর বিডিনিউজের।
এরপর দেশটির শিক্ষা মন্ত্রণালয় শিশু ও কিশোরদের ওপর চাপ কমানোর পরিকল্পনা করে অভিভাবকদের তাদের শিশুদের প্রাইভেট পড়াতে না পাঠানোর আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের হোমওয়ার্ক না দেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সন্তানদের প্রাইভেট পড়াতে গিয়ে পরিবারগুলোর ওপর আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে আর এ বিষয়টি জন্মহার হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় ৬ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধগ্রিসে বাধ্যতামূলক টিকাদানের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ