নগরীর ঐতিহ্যবাহী অপর্ণচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টশন প্রোগ্রামে গত সোমবার প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. ছরওয়ার আলম বলেন, শিক্ষার গুণগত উন্নয়ন শুধু কারিকুলাম পরিবর্তন করে হবেনা, এর জন্য দরকার মানসিকতার পরিবর্তন। লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি কক্ষের বিকল্প আর কিছুই হতে পারেনা বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা আন্তরিক হলে কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয়না। লেখাপড়ার সবটুকু শ্রেণি কক্ষেই হতে হবে। শিক্ষক হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে নিজেদের মহৎ পেশার প্রতি আরো দায়িত্বশীর হতে হবে। তিনি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এইচএসসি সফলতার সাথে সম্পন্ন করতে পারলে তোমাদের জন্য উচ্চ শিক্ষার দ্বার অবারিত হবে। আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। একজন যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে তোমাদের তৈরি করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক, উদার ও সৃষ্টিশীল মানুষ হওয়ার আহবান জানিয়ে বলেন, পিতা–মাতা ও শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হতে হবে, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ হতে হবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য প্রকৌশলী প্রবাল রক্ষিত, সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানি, শিক্ষক প্রতিনিধি প্রভাষক নিগার সুলতানা ও সিনিয়র শিক্ষক শর্মিষ্ঠা দত্ত ও শিক্ষা বোর্ডের কলেজ শাখার কর্মকর্তা কুতুব উদ্দিন নুরী। সিনিয়র প্রভাষক পূরবী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শিপুল কুমার দে ও ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক মুশফিকা রহমান। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রভাষক সুতাপা চৌধুরীর নেতৃত্বে কলেজ শিক্ষার্থীরা।










