কালুরঘাট সেতুতে প্রাইভেট কার আটকে প্রায় এক ঘণ্টা সেতুর উপর যান চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালীর দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সেতুর মাঝ বরাবর এসে হঠাৎ বিকল হয়ে যায়।
সাথে সাথেই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সেতুর দুই পাড়ে আটকা পড়ে শতশত গাড়ি। পরে পথচারীদের সহায়তায় আধঘণ্টা পর কারটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হলেও যানজট লেগে থাকে আরো বেশ কিছুক্ষণ।
ব্রিজের টোল অফিসে দায়িত্বরত মোহাম্মদ তারেক নামের এক কর্মচারী দৈনিক আজাদীকে বলেন, দুপুরের কিছুক্ষণ পর বিকল গাড়িটি সরিয়ে অল্প কিছু সময় পর সেতুটি স্বাভাবিক করে দেয়া হয়। তবে উৎসুক জনতার জটলার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।












