প্রাইভেট কারের চাকায় ইয়াবা

বাকলিয়া থেকে যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম রুমায়ন কবির। চকরিয়ার দীঘল পানখালী এলাকার বাসিন্দা তিনি। গতকাল সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। প্রাইভেট কারটির পেছনের চাকায় সুকৌশলে উদ্ধারকৃত মাদক লোকানো ছিল। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (পশ্চিম জোন) মো. মুজিবুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমায়ন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার ব্যবহৃত প্রাইভেট কারের পেছনের চাকা থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পরিদর্শক মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধহকারদের শৃঙ্খলায় পাল্টে যাচ্ছে আগ্রাবাদ