প্রাইভেটকারে ৩ বস্তা চোলাই মদ, আটক ৪

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩ বস্তা চোলাই মদসহ চারজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চন্দ্রঘোনা রেশম বাগান চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. শাহেদুল ইসলাম (২৯), মো. ইব্রাহিম (৩২), সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ (৩৪)। প্রাইভেটকার এবং চোলাই মদ থানায় জব্দ রেখে আটক চারজনকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ফোর্স সকালে চন্দ্রঘোনা রেশম বাগানস্থ চেকপোস্ট দিয়ে যাবার সময় একটি প্রাইভেটকার তল্লাশি করেন।

এ সময় প্রাইভেটকারের পেছনে ৩ বস্তা চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ পাচারের অপরাধে ৪ আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নজরুল গবেষণা কেন্দ্র ও স্মৃতি পাঠাগার স্থাপন করা হোক