প্রাইভেটকারে ১২ হাজার ইয়াবা

পটিয়ায় নারী-পুরুষসহ গ্রেপ্তার ৫

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে দুই প্রাইভেটকারে থাকা বাথরুমের শাওয়ারে কৌশলে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী-পুরুষসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার উলুকান্দি গ্রামের আলী আহমদের পুত্র মো. রানা (৩৮), ভাটিবন্দর এলাকার মুজিবুর রহমানের পুত্র মো. মেহেদী হাসান মেহেদী (২৩), হাজিগঞ্জ এলাকার নুরে আলমের পুত্র মো. মোস্তফা প্রকাশ রোহিত (২২), দরপত এলাকার মুজিবুর রহমানের পুত্র মো. তৈয়বুর রহমান সজল (২৬) ও যাত্রাবাড়ি থানার কুতুবখালী এলাকার আব্দুল কাদেরের কন্যা সোনিয়া আক্তার (২০)।
পুলিশ সূত্রে জানাযায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ২টি ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পটিয়া কমলমুন্সির হাট এলাকা থেকে এসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ তল্লাশি চালায়। এক পর্যায়ে গাড়িতে থাকা বাথরুমের শাওয়ারের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়িতে থাকা এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ১২ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীকে সুন্দর উপশহর হিসেবে গড়ে ্লতোলার আহবান
পরবর্তী নিবন্ধইসলামকে বিকৃতি থেকে সুরক্ষায় ভূমিকা রেখেছেন আবদুল কাদের জিলানী (রা.)