২০০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজাসহ মো. মাহফুজ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গতকাল ভোর রাতে মীরসরাই এলাকা থেকে তাকে আটকের তথ্য জানিয়েছে র্যাব। আটক মাহফুজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উত্তর বেতিয়ারা এলাকার মো. আব্দুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় একটি প্রাইভেটকারসহ মো. মাহফুজকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পেছনের সিটে পা রাখার স্থান থেকে ২টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২০ কেজি গাঁজা এবং কারের ব্যাক ডালার ভেতরে ১টি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাহফুজ দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আসছে বলে আমরা তথ্য পেয়েছি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।