প্রাইভেটকারে তল্লাশি পটিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

পটিয়া ভিআইপি স্টাইলে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- কঙবাজার জেলার ঈদগাঁহ থানার সাতজুলাভাটা ভোলামিয়া সও: বাড়ির ওমর আলী মেম্বারের পুত্র নাছির উদ্দিন (৩৯) ও নগরীর ডবলমুরি থানার দেওয়ানহাট গফুর সও: বাড়ির মৃত ফেরদৌস খানের পুত্র ইউসুফ খান প্রকাশ খোকন (৩৮)।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌরসদর ইন্দ্রপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ৬ হাজার পিস ইয়াবা ও কারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অপহৃত তরুণী উদ্ধার
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ