প্রাইভেটকারে তল্লাশি চান্দগাঁওয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

চান্দগাঁও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ সৈয়দ তানভীর মেহেদী মাসুদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তানভীর মেহেদী চকবাজারের সৈয়দ মোহাম্মদ মুসার ছেলে। গত মঙ্গলবার রাত ১১টায় ওয়াসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, প্রাইভেটকারে কালুরঘাট থেকে একটি বড় মাদকের চালান নগরীতে আসছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চান্দগাঁও থানার ওয়াসা এলাকায় গাড়ি তল্লাশি শুরু করি। এসময় একটি প্রাইভেটকার থেকে সৈয়দ তানভীর মেহেদী মাসুদকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়ির সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর জানায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধলরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট