ঘড়ির কাঁটার আবর্তে সকাল সন্ধ্যা
ঘুরে চলেছে চাকা নিরন্তর এ শহর
ছুটে চলে চোখ ধাঁধানো শপিং মল
হাইওয়ে, সুপার সপ, ধাবমান ধাবা
অচেনা লোকের ভিড়ে গতির শহর
মেঘগ্রস্ত দুপুর গুনে আলোর প্রহর
কোথাও যেনো জীবন থমকে দাঁড়ায়
কংক্রিটের বুকে শ্বাস আটকাতে চায়
প্রাসাদ ও ফুটপাতে বিপরীত জীবন
সভ্যতা আড়াল করে কষ্ট অবগাহন
ইট কাঠের ভোঁতা অনুভবে প্রতিক্ষণ
ক্লান্তিহীন ছুটে চলা, থামতে বারণ।