লম্বা সময় পর বিপিএল শুরুর আগে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আর মাত্র দুদিন পর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। তার আগে বিপিএলকে মানুষের কাছে পৌছে দিতে টুর্নামেন্টটির তিনটি ভেন্যু যথাক্রমে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে কনসার্টের। এরই মধ্যে ঢাকায় পাকিস্তানের বিখ্যাত সংগীত তারকা রাহাত ফতেহ আলি খানের সুরের মূর্ছনায় প্রাণ ভরিয়েছে দর্শকরা। এরপর সিলেটেও অনুষ্ঠিত হয়েছে বিপিএল কনসার্টের দ্বিতীয় পর্ব। এবার চট্টগ্রামের পালা। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বসতে যাচ্ছে বিপিএল কনসার্টের তৃতীয় পর্ব। এবারের বিপিএলের স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেশে জুলাই–আগস্টের বিপ্লবের পর সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করেছে। যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। তবে তারুন্যের উচ্ছাস এই কনসার্টের মাধ্যমে বিপিএলের দাওয়াত যেন দেশের মানুষের কাছে পৌছে দিতে চাচ্ছে ক্রিকেট বোর্ড।
গত দুই দিন ধরে এম এ আজিজ স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। স্টেডিয়ামের মাঠের দক্ষিন পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠের ভেতরে বসবে দুই ক্যাটাগরীর দর্শক। ভিআইপি ছাড়াও প্লাটিনাম টিকিটধারী এবং গোল্ড টিকিটধারীরা মাঠের ভেতর বসতে পারবে। এছাড়া সাধারন ক্যাটাগরীর টিকিটধারীরা বসবে গ্যালারীতে। এরই মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। কনসার্টকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা একাধিক স্তরে নিরাপত্তা বিধানের জণ্য প্রস্তুতি নিয়েছে। গতকাল বিকেলে মহড়াও করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। কনসার্টের নিরাপত্তার জন্য এরই মধ্যে দর্শকদের জন্য নানা নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। যেখানে মানিব্যাগ এবং মোবাইল ছাড়া অণ্য কোন ডিভাইস নিয়ে মাঠে প্রবেশ করা যাবেনা। যে সব গেইট দিয়ে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করবে সে সব গেইটও পরীক্ষা নীরিক্ষা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সর্বাত্নক চেষ্টা করা হচ্ছে কিভাবে সুন্দরভাবে এই আয়োজনটি সম্পন্ন করা যায়। আজকের কনসার্টে অংশ নেবে হাবিব ওয়াহিদ। ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, তাসি, আনিকা, হাসিব, রাফা, মুঝা এবং সঞ্জয়। দুপুর আড়াইটায় খোলা হবে স্টেডিয়ামের গেইট। বিকেল সাড়ে পাঁচটায় বন্ধ করা হবে। কনসার্ট চলবে রাত ১১ টা পর্যন্ত। গতকাল বিসিবির পরিচালক মনজুর আলম মঞ্জু জানান চট্টগ্রামের এই কনসার্টকে তারা উৎসবমুখর একটি কনসার্টে পরিনত করতে চান।
তিনি আশা করেন চট্টগ্রামের দর্শকরা শৃংখলার মাধ্যমে কনসার্ট উপভোগ করবেন। যেহেতু সামনে বিপিএল এই বিপিএলে যাতে দর্শকরা আসে সেজন্য এই কনসার্টের আয়োজন। তিনি আশা করেন চট্টগ্রামের মানুষ এমনিতেই ক্রিকেট পাগল। আমরা আশা করি বরাবরের মত এবারেও বিপিএলে এবং এই কনসার্টে চট্টগ্রামের মানুষ দল বেধে আসবে এবং উপভোগ করবেন।