প্রকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে চট্টগ্রামের হালদা নদী বিশ্বে অনন্য। এ বছর নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুম শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি। লাগাতার বজ্রসহ বৃষ্টি, শীতল আবহাওয়া ও পাহাড়ি ঢল না থাকায় মা মাছ ডিম ছাড়ছে না। কখন মা মাছ ডিম ছাড়বে এ অপেক্ষায় প্রহর গুনছেন হালদা পাড়ের পোনা আহরণকারীরা। সামনে পূর্ণিমা। যদি ঘূর্ণিঝড় অশনির প্রভাব শেষ হয়ে যায় তাহলে এই পূর্ণিমার তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে।
এদিকে ডিম সংগ্রহকারীদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ডিম আহরণের জন্য নৌকা ও সরঞ্জাম নিয়ে তারা অপেক্ষায় রয়েছেন। উত্তর ও দক্ষিণ মাদার্শা, গড়দুয়ারা ও আশেপাশের এলাকায় ডিম সংগ্রহকারীদের ব্যস্ততার সীমা নেই। ডিম আহরণের জন্য তারা নানান প্রস্তুতি নিচ্ছেন। কেউ নতুন নৌকা তৈরি করছেন, আবার কেউ নৌকা মেরামতে ব্যস্ত, কেউ কেউ মাটির কুয়া তৈরি করছেন ডিম থেকে রেণু তৈরির জন্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর হালদা নদী থেকে আহরিত ডিম থেকে রেনু ফোটানোর সরকারি হ্যাচারিগুলো প্রস্তুত রয়েছে বলে জানান।মৎস্য বিভাগ বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।