ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে গতকাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দলের ক্রিকেটার। তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার সে প্রস্তুতি ম্যাচে জয় মাহমুদউল্লাহ একাদশের। বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে তামিমের দলকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল। দারুন এক হাফ সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪০ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে তামিম একাদশ। তরুণ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এর মুখে পড়ে সুবিধা করতে পারেনি তামিম একাদশের ব্যাটসম্যানরা। ফলে বড় স্কোর গড়া হয়নি। ৩৭.২ ওভারে অল আউট হয়ে যায় তামিম একাদশ। রান করতে পেরেছে মাত্র ১৬১ রান। দলের পক্ষে সফল ব্যাটসম্যান আফিফ হোসেন। ৩২ বলে একটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৩৫ রান করেন আফিফ। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। এই রান করতে ৪৩ বল খেলেন তামিম। এছাড়া শান্ত ২৭, সৌম্য সরকার ২৪ এবং ১৬ রান করেন মিথুন। দলের ছয়জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে ২১ রানে ৪টি উইকেট নিয়ে তামিম একাদশকে স্বল্প রানে বেঁধে ফেলেন তরুণ পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট নিয়েছেন অপর দুই পেসার আল আমিন হোসেন এবং শরীফুল ইসলাম। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি মাহমুদউল্লাহ একাদশও। তবে ইনিংসের শুরু করতে নামা নাঈম শেখ এবং অধিনায়ক মাহমুদউল্লাহর দৃঢ়তায় ৩৬.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকলেও নাঈম শেখ ফিরেছেন ৪৩ বলে। তার ৫২ বলের ইনিংসটিতে ৭টি চারের মার ছিল। এছাড়া মাহমুদউল্লাহর ৬৪ বলের ইনিংসটিতে চারের মার ছিল চারটি। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৮ রান। ১৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন মিরাজ। তামিম একাদশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ এবং মেহেদী হাসান।












