প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কাতারের আর্মি ফুটবল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সে ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই আসল লক্ষ্য বলে জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ লেস ক্লিভেলি। আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর প্রস্তুতি হিসেবে আজ বুধবার আর্মি দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে মূল ঝড়টা যাবে গোলরক্ষকের ওপর দিয়ে। ভালোমতোই বুঝতে পারছেন গোলরক্ষক কোচ ক্লিভেলি। তার আগে প্রস্তুতি ম্যাচটিকে রানা-জিকোদের নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি। ‘এটা প্রস্তুতি ম্যাচ, দল গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। গোলকিপারের জন্য সুযোগ ছন্দ খুঁজে পাওয়ার এবং কাতার ম্যাচে প্রস্তুতির জন্য মাঠে সময় কাটানোর। তবে মূল ব্যাপারটি হলো কাতার ম্যাচের জন্য নিজেদের গুছিয়ে নেওয়া ও ছন্দ পাওয়া।’

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগে জে.এম.সেন হারালো মিউনিসিপ্যালকে
পরবর্তী নিবন্ধকালারপোল ফুটবল একাডেমিকে জার্সি দিলেন কোরিয়ান কর্মকর্তা