প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

আজ শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

পাকিস্তানের মাটিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ভারতে আগামী নভেম্বরের মূল আসরের টিকিট কাটবে বাছাইয়ের শীর্ষ দুটি দল। বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট ম্যাচ জেতার পর গতকাল মঙ্গলবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৬৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রান সংগ্রহ করে। অধিনায়ক জ্যোতি খেলেন সর্বোচ্চ ৭০ রানের ইনিংস। ফারজানা হক পিংকি ৫০, জান্নাতুল ফেরদৌস ৪৬ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে উম্মে হানি ও ওয়েদা আক্তার তিনটি করে উইকেট নেন এবং দুটি উইকেট নেন তানিয়া সাইদ। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ‘এ’ দল ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয়। দলটির হয়ে দুআ মজিদ সর্বোচ্চ ৩২ রান করেন। রাবেয়া, মারুফা ও ফাতিমা খাতুন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতিনাহিদারা।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের বিপক্ষে কোন পরীক্ষা নিরীক্ষা চান না প্রধান নির্বাচক
পরবর্তী নিবন্ধতাসকিনকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা