প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

লিওনেল মেসি ও লটারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিপক্ষে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে ৪১ গোলের বড় জয় তুলে নেয় আর্জেন্টিনা। ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে ৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল গুয়াতেমালা। ওসকার সানটিসের ফ্রিকিক থেকে আর্জেন্টাইন রক্ষনভাগ বিচলিত হয়ে যায়। মার্টিনেজ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান। কিন্তু সমতায় ফিরতে আর্জেন্টিনাকে খুব বেশীক্ষন অপেক্ষায় থাকতে হয়নি। গুয়াতেমালার গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুলে ১২ মিনিটে মেসি সমতা ফেরান। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারে এটি ছিল ১০৭তম আন্তর্জাতিক গোল। আগামী বৃহস্পতিবার আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এটাই বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শুরু সুইজারল্যান্ডের