প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী

মেট্রোপলিটন চেম্বার সভাপতি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট জনকল্যাণমুখী এবং সাহসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মো. খলিলুর রহমান। গতকাল বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বাজেট প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন, কোভিড-১৯ মহামারীর মধ্যেও জনগণের জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্র্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাজেটে কোভিড-১৯ মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। তবে এ মহামারীতে দেশের জণগণকে বাঁচানোর জন্য থোক বরাদ্দ বাবদ ৩০ হাজার কোটি টাকায় উত্তীর্ণ করার সুপারিশ করছি। কারণ করোনা মোকাবেলায় যাবতীয় স্বাস্থ্য ও চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থা ছাড়াও দেশের জন্য অন্তত ৩০ কোটি ডোজ টিকা সংগ্রহের জন্য আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি। চিকিৎসা সরঞ্জাম পণ্য যেমন, হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ৪৬ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক ছাড় কোভিড মহামারী রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, তৈরি পোশাক শিল্পখাতে ১ শতাংশ হারে প্রণোদনার প্রস্তাব অব্যাহত রাখার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে কৃষি যন্ত্রপাতির শুল্ক কমিয়ে দেয়ায় দেশে কৃষি উন্নয়নসহ দেশের জিডিপি টার্গেট এগিয়ে নিবে। এছাড়া বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর শুল্ক কমিয়ে দেওয়ায় দেশের জণগণ সরাসরি উপকৃত হবে বলে আমি মনে করি। পদ্মা সেতু, মেট্রো রেল, চট্টগ্রাম বে টার্মিনাল, কর্ণফুলী টানেল এবং চট্টগ্রাম কঙবাজার রেলপথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সাথে পর্যটন ক্ষেত্র থেকেও বিপুল রাজস্ব আয় আসবে। দেশীয় শিল্প সুরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় ১০ বছরের কর ছাড় দেওয়ার প্রস্তাবকে আমি সাধুবাদ জানাই। তামাক ও তামাকজাত পণ্যের (সিগারেটে) কর বৃদ্ধি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করি। বাজেটে নেয়া পদক্ষেপগুলোর পাশাপাশি দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও দেশের উন্নয়ন খাতে বাড়তি বরাদ্দ রাখার জন্য অবশ্যই জনকল্যাণমুখী বাজেট বলতেই হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশিয় শিল্পকে সুবিধা দেয়ায় অর্থনীতি আরো বেগবান হবে
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের আয়সীমা ৭০ লাখ টাকা করার প্রস্তাব ইতিবাচক