প্রস্তাবিত উত্তর ফটিকছড়ির সাথে হারুয়ালছড়িকে অন্তর্ভুক্ত করা যাবে না

জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নের গণশুনানিবিহীন অন্তর্ভুক্তির প্রতিবাদে হারুয়ালছড়ি জনস্বার্থ রক্ষা নাগরিক কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হারুয়ালছড়ি ইউনিয়ন ফটিকছড়ির ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। হারুয়ালছড়ি ইউনিয়নের বুক চিরে প্রবাহিত ফটিকছড়ি খাল, যার নাম অনুসারেই পুরো উপজেলার নাম ‘ফটিকছড়ি’ হয়েছে। ইতিহাসঐতিহ্যে সমৃদ্ধ হারুয়ালছড়িকে ফটিকছড়ি থেকে বিচ্ছিন্ন করা মানে ইতিহাস ও পরিচয়ের শিকড় ছেঁটে ফেলা। এছাড়াও বর্তমানে হারুয়ালছড়ি ইউনিয়ন ফটিকছড়ি উপজেলা সদর থেকে মাত্র ৬ থেকে ০৭ কিলোমিটার দূরে অবস্থিত। নারায়ণহাট, বাগানবাজারের সাথে এ দূরত্ব যথাক্রমে ১৫ ও ৩০ কি.মি.। প্রশাসনিক, শিক্ষাগত, ব্যবসায়িক ও চিকিৎসাসেবার প্রতিটি ক্ষেত্রেই আমাদের সকল কার্যক্রম ফটিকছড়ি উপজেলা সদরকেন্দ্রিক। ফলে জনগণের সঙ্গে সদর দপ্তরের সম্পর্ক দীর্ঘদিনের, ঘনিষ্ঠ ও বাস্তবভিত্তিক। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, যদি নিকটবর্তী স্থানে সদর দপ্তর স্থাপনের নিশ্চয়তা প্রদান করা হয়, সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনাযোগ্য।

স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি জনস্বার্থ রক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ মুসা, সদস্য সচিব এডভোকেট এম এ কাশেম, সাগর চৌধুরী, মোহাম্মদ হাসান, এডভোকেট ইয়াকুব আলী সিফাত, মোহাম্মদ আরমান, সাইফুল ইসলাম রানা, এডভোকেট আব্দুল মান্নান, আহসান হাবিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে ওমরাহ পালন করতে যাচ্ছেন তারেক রহমান
পরবর্তী নিবন্ধবিএফডিসিকে উন্নত করলে মৎস্য সম্পদের কার্যক্রম বাড়বে