চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে প্রস্তাবিত অর্থ বিলের ওপর আলোচনা সভা গত ২২ জুন সমিতির সভাপতি নিতাই চন্দ্র দাসের সভাপতিত্বে সমিতির ১ নং মিলনায়তন সিজিও বিল্ডিং-১ আগ্রাবাদে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় সভায় মুখ্য আলোচক ছিলেন মো. এরাদাত উল্লাহ। পরে মুখ্য আলোচক উপস্থিত কর আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় সমিতির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ, কার্যকরী সংসদের কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সিনিয়র কর আইনজীবী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।







