প্রসঙ্গ : দেশপ্রেম

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

সোর্ড অফ অনার’ বিজয়ী Squadron Leader আসিম জাওয়াদ এবং Wing Commander সোহান হাসান খান YAK – ১৩০ প্রশিক্ষণ বিমানে যখন নিজেদের প্রশিক্ষিত ও আরো দক্ষ করার প্রশিক্ষণে নিয়োজিত ছিল তখনই যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং বিমানে আগুন ধরলো। তারা তাদের জীবনের ঝুঁকি না নিয়ে প্যারাসুটে নেমে যেতে পারত। তারা তা করেনি। তারা তৎক্ষণাৎ দেখলো বিমানটি তখন জহুরুল হক বিমান ঘাঁটি, বিমানবন্দর বা বিমানবন্দরের ধারে কাছের নিকটবর্তী ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ধসে পড়বে। এমন অবস্থায় তারা দেশপ্রেম ও মানবিকতার শ্রেষ্ঠতার নিদর্শন দেখিয়ে দেশের ও জনগণের ক্ষতি যাতে না হয় তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীর জনশূন্য এলাকায় দগ্ধ বিমানটিকে নিয়ে গিয়ে নিজেরা প্যারাসুটের মাধ্যমে নেমে এল।

কিন্তু হায়!

সত্যিকার দেশপ্রেমিক আসিম জাওয়াদ দুনিয়া ছেড়ে চলে গেল। তার আত্মার শান্তি ও সদগতি প্রার্থনা করছি। রয়ে গেল আহত হয়ে এবং মৃত্যুর সাথে লড়াইরত সোহান হাসান খান। তার সুস্থতা প্রার্থনা করছি সৃষ্টিকর্তার নিকট।

আমাদের মাতৃভূমি ঘৃণিত কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে অনেক অনেক দূর এগিয়েছে। কিন্তু জনগণ দেশপ্রেমে এগোয়নি। কেবল ব্যক্তি প্রেমে প্রবলভাবে এগিয়েছে।

দেশপ্রেম আছে আসিম জাওয়াদ ও সোহান হাসান খানের মত গুটি কতেকের। আবারো বলছি ‘দেশপ্রেম আছে গুটি কতেকের’। আমি সহ আমরা দেশপ্রেমের কথা শুধু বলি। আসলে আমরা সবাই দেশ নয়, নিজের লাভালাভ নিয়ে ভাবি।

দেশ বিভাজিত স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা এবং ধর্মান্ধতা নিয়ে, দেশপ্রেম নিয়ে নই।

এ ঘটনায় আমি ভীষণ Shocked. এর কারণ ব্যাখ্যাতীত।

নারায়ণ কৃষ্ণ গুপ্ত

জামালখান

পূর্ববর্তী নিবন্ধবসন্ত কুমার বিশ্বাস : অগ্নিযুগের সর্বকনিষ্ঠ শহিদ বিপ্লবী
পরবর্তী নিবন্ধমাকে ভালোবাসি প্রতিদিন