প্রসঙ্গ: এবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২২

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ন্যায় মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এতদিন যাবত এবতেদায়ী বৃত্তির ব্যবস্থা ছিল।

চলতি বছর এ দুটি পরীক্ষা তুলে দেওয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে মর্মে জানানো হয়েছে এবং এই আগামী ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কিন্তু মাদ্রাসায় অধ্যয়নরত ৫ম শ্রেণির ছাত্রের এবতেদায়ী বৃত্তি পরীক্ষা এবছর হবে কি-না এ মর্মে এ পর্যন্ত নাকি কোন কিছুই জানা যায়নি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

ইলিয়াস পাটোয়ারী
মতিয়ার পুল, কমার্স কলেজ রোড,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ : চেতনার বাতিঘর
পরবর্তী নিবন্ধবিজয় মাসের প্রত্যাশা