বলতে পারো কোন্ প্রাণিটি
পরে পোশাক গায়?
ফড়িং মেয়ের শীত কি লাগে?
ফাটল ধরে পায়?
প্রজাপতি দিব্যি ওড়ে
না পরে চাদর
ময়না শালিক দোয়েল মেলে
পালকের ঝালর।
গাছের ডালে লাফায় ঝাপায়
ন্যাংটো বানর পাল
উদোম গায়ে সিংহ মামা
জড়ায় কি শালটাল?
ইচ্ছেমত জলের হাতি
জল-ডাঙাতে যায়
আমার কেন শীত লাগে মা
পরাও জ্যাকেট গায়?