বাংলা রক গানে নতুনত্ব আনার উদ্দেশ্য নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করেছিল তারুণ্যের ব্যান্ড স্যাভেজারি। পথচলার দীর্ঘ সময়ে স্যাভেজারি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের ব্যান্ড। বিশেষ করে করোনার রেশ কাটিয়ে দেশে যখন আবারো কনসার্টের আসর বসতে শুরু করেছে, গানপ্রেমীরা কনসার্টে মাততে শুরু করেছেন, সেখানে বেশিরভাগ কনসার্টেই হেডলাইনার হিসেবে নেতৃত্ব দিচ্ছে মিউজিক ব্যান্ডটি। আর এবারের ঈদে স্যাভেজারি প্রকাশ করতে যাচ্ছে তাদের নতুন গান ‘প্রশ্নের আড়ালে’। স্যাভেজারির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রশ্নের আড়ালে’ গানটির মাধ্যমে ঈদে বিশেষ চমক নিয়ে আসছে ব্যান্ডটি। এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। ঈদের এক সপ্তাহ পর মিউজিক ভিডিওসহ ডিজিটাল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হবে গানটি। আর ইতোমধ্যেই গানটির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর ফলে ভক্তদের মধ্যেও সৃষ্টি হয়েছে নতুন উন্মাদনা। খবর বাংলানিউজের।
এছাড়া ঈদের পর দেশের বিভিন্ন জেলা শহরে ১০–১২টি কনসার্টে স্যাভেজারি গান করবে বলেও জানানো হয়েছে ব্যান্ডটির পক্ষ থেকে। এসব কনসার্টে দেখা মিলবে স্যাভেজারি ব্যান্ডের বর্তমান লাইন আপ। এর মধ্যে স্যাভেজারি ব্যান্ডে রয়েছেন রেজাউল হাসান খান হিমেল (ভোকাল), মোভি কবির (গিটার), জাহিন রাফিদ (গিটার ও ভোকাল), শাওন হাসান (বেজ) ও আরমান হোসেন শাকিল (ড্রামস)।