প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের যোগ্য করে তুলতে হবে

সিএসডির অনুষ্ঠানে পেয়ারুল ইসলাম

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কনসার্ন সার্ভিস ফর ডিসঅ্যাবেলডের (সিএসডি) উদ্যোগে আলোচনা সভা, হুইল চেয়ার, শীতবস্ত্র, শিক্ষাবৃত্তিসহ অন্যান্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের যোগ্য করে তুলতে হবে। প্রধানমন্ত্রী সবার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছেন

প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে, বিশ্বজিৎ পাল ও রিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় নন্দীরহাটস্থ গুপ্তাপাড়ায় প্রধান এক সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরো বলেন, জেলা পরিষদ কর্তৃক বিনা বেতনে কম্পিউটার শিক্ষা, সেলাইসহ নানা কর্মমুখী কাজে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবেন।

তিনি সিএসডির সাথে কর্মী হিসেবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান আলোচক প্রফেসর ড.হানিফ সিদ্দিকী একটি নিবন্ধ পাঠ করেন।

এতে উপস্থিত ছিলেন প্রফেসর তাপসী ঘোষ রায়, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, বাসুদেব সিংহ, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, অ্যাডভোকেট রফিক মিয়া, তসলিমা খানম, বিশ্বজিৎ গুপ্ত, শওকত হোসেন। শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসুল আযম কনফারেন্স আজ
পরবর্তী নিবন্ধক্বণনের ‘রক্তাক্ত জাতির পতাকা’