প্রশিক্ষণই হচ্ছে জনশক্তি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম

চিটাগাং চেম্বারে কর্মশালায় অভিমত

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী ‘সাপ্লাই চেইন রেসিলিয়েন্স’ শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম’র সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনআরপি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. নুরুন নাহার।
প্রধান অতিথি বলেন-বেসরকারি বিনিয়োগকে দুর্যোগ সহনীয় করার জন্য গবেষণা ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য দরকার দক্ষ জনশক্তি। প্রশিক্ষণই হচ্ছে এই জনশক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বেসরকারি খাতে সাপ্লাই চেইন সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কাক্সিখত লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হব।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ দুর্যোগের দিক থেকে ৭ম এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যেকোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ হলে সাপ্লাই চেইন এ ব্যাঘাত আসতে পারে। ফলশ্রুতিতে উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনীতির উন্নয়ন গতিধারা মন্থর হতে পারে। গত বছর করোনা মহামারীতে সাপ্লাই রেসিলিয়েন্স সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে চট্টগ্রামের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই বিষয়কে মাথায় রেখে আমরা এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি। যাতে অংশগ্রহণকারীরা তথ্য ও প্রণালীগুলো শিখে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে যেকোন প্রাকৃতিক ও স্বাস্থ্যগত দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে। তিনি আরও বলেন-দুর্যোগকালীন সময়ে বেসরকারি খাতে সাপ্লাই চেইনে কোন বিপর্যয় দেখা দিলে তা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু সরকারের কোন একটি প্রতিষ্ঠান যেমন- পোর্ট, কাস্টমসের সাপ্লাই চেইন কার্যক্রম যদি দুর্যোগকালীন সময়ে ব্যাঘাত ঘটে তাহলে তা পুরো বাংলাদেশের অর্থনীতির গতিপথকে রুদ্ধ করে দিতে পারে। এ বিষয়ের আলোকে তিনি বেসরকারি খাতের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সাপ্লাই চেইন রেসিলিয়েন্স আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
এনআরপি’র প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার বলেন, ব্যবসায়িক খাতে সাপ্লাই চেইনের গুরুত্ব অপরিসীম। সমাপনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ২৬টি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করছে