প্রশাসন ব্যবস্থায় যথেষ্ট সংস্কার প্রয়োজন

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৩৩ অপরাহ্ণ

একটি মহান বিপ্লবের মধ্য দিয়ে দেশ একটি নতুন অধ্যায় শুরু করেছে। তাই দেশের বিভিন্ন সেক্টরে শক্ত ভিত্তির ঘাটতি স্পষ্ট। একটি দেশের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দেশের প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বিপ্লবের পরপরই দেশের প্রশাসনের দক্ষ কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ফলে বিভিন্ন স্থানে অন্যায়ের মাত্রা বেড়ে চলছে। হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি ও বিভিন্ন ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে উঠছে চতুর্দিকে। পাশাপাশি যানবাহনের অনিয়ন্ত্রিত পরিচালনা ও নিয়ম ভঙ্গকারী চালকদের কর্তৃক সড়ক দুর্ঘটনার জন্ম হচ্ছে প্রতিদিন। তাছাড়া বিভিন্ন পর্যটন স্থানও হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। অতএব, সরকারের প্রতি বিনীত অনুরোধ যে, প্রশাসন ব্যবস্থায় যথেষ্ট সংস্কার প্রয়োজন এবং শক্তিশালী একটি দক্ষ প্রশাসন গড়ে তুলতে বিশেষ আর্জি প্রকাশ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমাও সে তুং : আধুনিক চীনের প্রতিষ্ঠাতা
পরবর্তী নিবন্ধপ্রেয়সী