চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, পতিত শেখ হাসিনার শাসনামলের শেষের ৩৬ দিন অর্থাৎ গত জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার সারাদেশে প্রায় দুই হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। তারপরও আওয়ামী লীগের দোসররা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে তারাই এখনো ক্ষমতায় রয়ে গেছে। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তাই রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী লীগের দোসরদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে। হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর বাটালী রোড়ে এনায়েত বাজার ওয়ার্ড় বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল। সবশেষে ছাত্র–জনতার জীবন কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহিদের আত্মা শান্তি পাবে না।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলি আব্বাস খানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, মহানগর বিএনপির সাবেক সহ–গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলি মর্তুজা খান, মহানগর মহিলা দলের আরজুন্নাহার মান্না। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুব আলম রানা, মুছা আলম, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, মো. সেন্টু, মো. রাসেল, মো. সাইফুল, মো. মুক্তার, মো. আজিম, আলতাফ হোসেন, মো. শাহজাহান, সামছুল আলম, আবুল হোসেন, আবদুল্লাহ আল মামুন জিতু, শমসের আলি, আবদুল্লাহ আল হাসান সোনা মানিক, সাইফুল্লাহ ইসলাম, আবু সালেহ আবিদ, সাইদুল ইসলাম ফয়সাল, আবদুস সালাম, আলি আক্কাস, আনিসুল ইসলাম রুবেল, মো. আবদুল্লাহ, মো. এমরান, মো. জোবায়ের প্রমুখ।