প্রশাসনের ভেতর এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে

জামায়াত মহানগরীর কর্মপরিষদের সভায় শাহজাহান চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

প্রশাসনের ভেতর এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বলে দাবি করেছেন জামায়াতের চট্টগ্রাম মহনগর আমীর শাহজাহান চৌধুরী। তিনি বলেন, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্রজনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। কারণ তারা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৈষম্যের শিকার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে পুনর্বাসন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেওয়ানবাজার দলীয় কার্যালয়ে সভায় দলের মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর নায়েবে আমীর ড. . . . ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, . মাহবুবুল রহমান মাহমুদুল আলম, আমির হোসাইন, প্রফেসর সাইফুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদেরের ভারতে পালানোর বিষয়ে যা জানা গেল
পরবর্তী নিবন্ধব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ