জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর বিবির হাট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুন্নিয়া মাদ্রাসার সামনে সক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জাবেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক রাজন খান, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, ওমর ফারুক, আইয়ুব খান, শহিদুল ইসলাম মাসুম, আলাউদ্দিন, মাইনুদ্দিন মামুন, হোসেন রাশেদ, আকবর, সোলাইমান হোসেন মনা, রাশেদ আলম, শাহাদাত হোসেন, নেয়ামত উল্লাহ সবুজ, মো. জসিম উদ্দিন, সাদেক হোসেন ইদু, জাফর আহমেদ, মো. সেলিম, হাসান, সুজন, হাসান বাচ্চু, মো. পাবেল প্রমুখ।
এতে নেতৃবৃৃন্দ বলেন, আ. লীগ আজ দেশের সকল সরকারি প্রতিষ্ঠানকে তাদের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। প্রশাসন আজ আ. লীগ বাঁচাতে মরিয়া। নেতৃবৃন্দ বলেন, মামলা হামলা গুম খুন জাতীয়তাবাদী জিয়ার সৈনিকদের নিত্যদিনের সঙ্গী। কোর্টের বারান্দা আজ তাদের সেকেন্ড হোমে পরিণত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।