প্রশাসনিক সমন্বয় সভা, বেশ কিছু সিদ্ধান্ত

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরস

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

মাইজভান্ডারী ত্বরিকার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (.) ১২০তম বার্ষিক ওরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা গত ২৩ ডিসেম্বর গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সভায় ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ওরস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথা জানান। যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকবে পুলিশ। এতে গাউসিয়া হক মনজিলের স্বেচ্ছাসেবকগণ, মুক্তিযোদ্ধা সেবক গোষ্ঠী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। ওরসকালীন আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যানজট নিরসনে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহ্বায়ক করে কমিটি গঠন, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন, গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় ৪শ স্বেচ্ছাসেবক থাকা, যানজট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ মোতায়েন, বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মজিআ)। তিনি ওরস মোবারকের এই আয়োজনকে তথা মাইজভান্ডার শরীফকে গণশিক্ষা কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আনুষ্ঠানিক শিক্ষার বাইরে, আনুষ্ঠানিক শিক্ষার যে দুর্বলতাগুলো থাকে, বিশেষ করে অন্তর্দৃষ্টির যে অভাব থাকে, আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানব সন্তানদের সেই অন্তর্দৃষ্টি প্রদান করে থাকেন, যাতে শান্তিপূর্ণভারসাম্যপূর্ণন্যায়নীতিপূর্ণ সমাজ গঠনে সকলে সফল হতে পারেন।

সভায় বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কাটিরহাট শাখার সাধারণ সম্পাদক ও জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন, সদস্য শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ, এসএম মোর্শেদুল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, মনজুরুল ইসলাম, মাকসুদুল রহমান হাসানু, মোহাম্মদ মিয়া মেম্বার, মো, রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু চৌধুরী, এসএম মহিবউল্লাহ, নুরুল ইসলাম, আজগর আলী, ইউছুপ আলী, আলী আবরাহা দুলাল, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী ও আশরাফুজ্জামান, দিদারুল আলম, মো. আজম প্রমুখ। সভায় ফটিকছড়ি ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রোগ্রামিং প্রতিযোগিতায় আইআইইউসির আন্তর্জাতিক সাফল্য
পরবর্তী নিবন্ধপাহাড় কাটা ও খাল জলাশয় ভরাটের বিরুদ্ধে সরব হতে হবে : মেয়র