যুক্তরাজ্যের লন্ডন গেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। লন্ডন সফরকালে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন সংস্থাটির সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। গতকাল রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে আজাদীকে মেয়র বলেন, স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) ২০০৯ অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র দায়িত্ব পালন করেন। প্যানেল মেয়র নির্বাচন করা হয় কাউন্সিলরদের মধ্য থেকে। বর্তমানে কর্পোরেশনে কাউন্সিলর ও প্যানেল মেয়র নেই। তাই মেয়রের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন। যেহেতু কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে দুর্নীতির বিষয়ে শোকজ করা হয়েছে, তাই শোকজের সঠিক জবাব না দেয়া পর্যন্ত সচিব প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। ওই হিসেবে প্রশাসনিক কার্যক্রমের তদারকি করার জন্য সচিব মো. আশরাফুল আমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। শাহাদাত বলেন, লন্ডন সফরের বিষয়ে মন্ত্রণালয় থেকে জিও নেয়া হয়েছে।
বিবৃতিতে মেয়র জানান, লন্ডন সফরের সম্পূর্ণ খরচ মেয়র ব্যক্তিগতভাবে বহন করছেন। এর আগে কানাডার টরন্টো সফরের খরচও মেয়র ব্যক্তিগতভাবে বহন করেছেন। সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষ এই সফরের অর্থায়ন করছে না। এ বিষয়ে কোনো ধরনের গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
চসিকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করেন। কিন্তু এই দিনগুলোতে চসিকের গাড়ি অথবা জ্বালানি ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন।
চসিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল পৌনে ১১টায় কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মেয়র। গতকাল তিনি লন্ডন পৌঁছান। আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।












