করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছল ব্যক্তিদের গরীব জনগণের পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি বলেন, এ মুহূর্তে প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠীকে লজিস্টিক সার্পোট দেয়া। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান মেয়র।
এতে তিনি নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ যে মাত্রায় পৌঁছেছে তা উদ্বেগজনক। তিনি লালদীঘি পাড়স্থ সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টার সেবা দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বলেন, ৫০ শয্যার আইসোলেশন সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাবার, অঙিজেন সার্পোট, অ্যাম্বুলেন্স সার্ভিসসহ সকল ধরনের সেবা কার্যক্রম চালু আছে। আক্রান্ত ব্যক্তি সেবা নিতে চাইলে ০১৭১১-১৬৮৪১৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
মেয়র বলেন, সামর্থ্য অনুযায়ী আইসোলেশন সেন্টার স্থাপনসহ ৪১টি ওয়ার্ডে শনাক্ত রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা করোনা আক্রান্তদের জন্য চালু থাকা সীমিত সেবা আরো প্রসারিত করতে চাই। আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আবারও দৃঢ়ভাবে বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও অঞ্চলভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সক্রিয় ও সচল আছে। কাউন্সিলর ও দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারগণ সরাসরি স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধা দেখভাল করবেন। তিনি কাউন্সিলরদের স্ব-স্ব ওয়ার্ডে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রাখারও আহ্বান জানান।