প্রশাসকের নিয়ন্ত্রণেই পরিচালিত হবে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল

অধ্যাপক জাহাঙ্গীরের রিট খারিজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর করা রিট আদালত খারিজ করে দিয়েছেন। এতে করে সরকারের নিয়োগ দেয়া প্রশাসকের নিয়ন্ত্রণে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল পরিচালিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত এই রায় প্রদান করেন বলে আদালত সূত্র জানিয়েছে।

এডভোকেট ইফতেখার আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অনুদান আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগের ব্যাপারে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তর তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাপারে গঠিত তদন্ত কমিটি বিস্তারিত অনুসন্ধান শেষে তদন্ত প্রতিবেদন জমা দেয়। যাতে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি ২০২৩ সালে হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেয়া হয়। সংস্থার পরিচালক মোহাম্মদ সাব্বির ইমাম স্বাক্ষরিত চিঠিতে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক জাহাঙ্গীর প্রশাসক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করেন। রিট পিটিশন নং১৬১০/২০২৩। দীর্ঘ শুনানির পর গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরী

জাহাঙ্গীর চৌধুরীর করা রিট আবেদনটি খারিজ করে দেন। এতে করে প্রশাসক নিয়োগের আদেশ বহাল হয়ে যায়। ফলে এখন থেকে নানা ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আর কোনো বৈধতা নেই। প্রশাসকই এই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করবেন বলেও আদালত সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথ পাহাড়ে আগুন, পুড়লো আধা কিমি বন
পরবর্তী নিবন্ধরোজভ্যালিতে মোরশেদ-কাদের সাইফুদ্দিন পরিষদের মতবিনিময়