প্রশান্ত আচার্য্য

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

রাউজান উত্তর গুজরার পন্ডিত চন্দ্রকান্ত আচাযের্র একমাত্র সন্তান পন্ডিত প্রশান্ত আচার্য্য (৫৬) গত ১২ ডিসেম্বর সকালে নগরীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি ১ পুত্র, ২ কন্যার জনক ছিলেন। তার মৃত্যুতে পন্ডিত জহরলাল আচার্য্য, অ্যাডভোকেট কেশব কুমার আচার্য, গৌরাঙ্গ আচার্য্য, রাজবিহারী আচার্য্য, অধ্যাপক জুয়েল আচার্য্য, সুস্মিতা আচার্য্য, মীরা আচার্য,অনুপম চক্রবর্তী, নিখিল চক্রবর্তী,আর,কে ভট্টাচার্য্য রাজীব,তন্ময় চক্রবর্তী,শিমূল চক্রবর্তী,নন্দ দুলাল আচার্য, বাসু আচার্য,সুমন আচার্য,মায়া রাণী আচার্য্য,অনুপমা চক্রবর্তী,অনুরূপা ভট্টাচার্য, তৃপ্তি চক্রবর্তী,দীপা চক্রবর্তী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ঐদিন পারিবারিক মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক সমপ্রসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধজমির আহম্মেদ