গল্পটা লেখার জন্য আমি এক মাসের বেশি সময় ধরে গবেষণা করেছি। জানার ও উপলব্ধির চেষ্টা করেছি। এরপর আটদিন সময় নিয়ে লিখেছি চিত্রনাট্য। গল্পটা একেবারে অচেনা এবং জটিল। তাই দর্শকদের সহজে আকৃষ্ট করতে পারবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু আমি চেয়েছি একটা ব্যতিক্রম গল্প তুলে ধরতে।
কথাগুলো বলেছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রসঙ্গ- ঈদ উপলক্ষে প্রচার হওয়া নাটক ‘চিরকাল আজ’। এর মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৭টায় এটি দেখানো হয় আরটিভিতে। এরপর উন্মুক্ত করা হয় তাদের ইউটিউব চ্যানেলে।
ভিউর বিচারে না মেপে ‘চিরকাল আজ’কে মাপতে হবে কনটেন্ট হিসেবে, দর্শক ও সমালোচকদের প্রশংসার মাপকাঠিতে। নাটকটির মন্তব্যের ঘরে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি কমেন্ট প্রশংসাসূচক। অধিকাংশের মতে, নিশো-মেহজাবীনের অন্যতম সেরা পারফর্মেন্স রয়েছে এ নাটকে। আর গল্প-চিত্রনাট্যে তো মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিয়েছেন নির্মাতা ভিকি।
কেবল দর্শকরা নয়, নাট্যাঙ্গনের নির্মাতা-অভিনয়শিল্পীরাও এই নাটকের প্রশংসায় মেতে আছেন। ‘চিরকাল আজ’ নাটকের গল্পের সূত্র ইংল্যান্ডের মিউজিশিয়ান ক্লাইভ ওয়েরিং। তিনি বিরলতম রোগ এন্টারোগ্রেড এবং রেট্রোগ্রেড অ্যামনেসিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যে রোগে আক্রান্ত ব্যক্তি সর্বোচ্চ ৭ থেকে ১০ সেকেন্ডের মধ্যে নিজের স্মৃতি ধরে রাখতে পারেন, এরপর সব ভুলে যান। সেই রোগের বিস্তারিত জানার পর ক্লাইভ ওয়েরিংকে নিয়ে গবেষণা করেন ভিকি। তারপর গল্পটি সাজান। এ গল্পের চিত্রনাট্য পড়তে গিয়ে মেহজাবীন চৌধুরী রীতিমতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী জানান, তার পুরো ক্যারিয়ারে এটাই একমাত্র চিত্রনাট্য, যেটা তিনি দুই থেকে আড়াই দিন পড়েছেন। মেহজাবীনের ভাষ্য, কোনো কাজ করার আগে জীবনেও এতোটা নার্ভাস, কনফিউজড ফিল করিনি। অন্যদিকে আফরান নিশো করলেন ভিকি জাহেদের প্রশংসা। তিনি ফেসবুকে লিখেছেন, ছোট ভিকি জাহেদ হাঁটি হাঁটি করে বড় হচ্ছে। দোয়া করি অনেক বড় হও।