প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ দোকানদারের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পতেঙ্গার উত্তর মাইজপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের দায়ে দোকানদারকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, দক্ষিণ পতেঙ্গা চৌধুরী পাড়া এলাকার সফর আলী বাড়ির মৃত ছালেহ নুরের ছেলে মো. জামাল। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।

এ সময় মো. জামাল কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার আনীত অভিযোগ সন্দেহাতীতভাব প্রমাণিত হওয়ায় মো. জামালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। পুরো বিচার প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। পিপি বলেন, ভিকটিম শিশু চিপস কিনতে মো. জামালের দোকানে গিয়েছিল। তখন চিপসের পাশাপাশি নগদ ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ভিকটিম শিশুকে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে মো. জামাল। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়া হয়। পরে বিষয়টি জানাজানি হয়।

আদালতসূত্র জানায়, ২০২০ সালের ৭ নভেম্বর উত্তর পতেঙ্গার উত্তর মাইজপাড়া এলাকায় শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনা জানাজারি পর শিশুর বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর মো. জামালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকালো ধোঁয়ায় ভরদুপুরে অন্ধকার
পরবর্তী নিবন্ধ৮ ভবন মালিককে জরিমানা