প্রযুক্তি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পোশাক শিল্পে নেতৃত্ব দেবে সিবিইউএফটি’র শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশেন আবদুস সালাম

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, বিজিএমইএ’র উদ্দেশ্য হল বিদেশি এক্সপার্টদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের পোশাক শিল্পকে দেশের তরুণ প্রজন্মকে দিয়ে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্যে সিবিইউএফটি’র প্রতিষ্ঠা। প্রযুক্তি জ্ঞান, ফ্যাশন ডিজাইন উদ্ভাবনসহ যথাযথ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পোশাক শিল্পে নেতৃত্ব দেবে আমাদের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে সিবিইউএফটি’র সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সিবিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আচরণ ও দক্ষতার দিকগুলোতেও গুরুত্ব দিতে হবে। তাহলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। শিক্ষাজীবনে মনোযোগ ধরে রাখতে পারলে চাকরির বাজারেও এগিয়ে থাকা যাবে।

ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. সুলতান মোহাম্মদ ভূঁইয়া সিবিইউএএফটি’র বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের ভালো ও চতুর্মুখী চৌকস মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। বিশেষ অতিথি ও ওরিয়েন্টেশনে বক্তার বক্তব্যে এসএম আবু তৈয়ব বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তৈরি পোশাক খাত। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে নবীন যারা ভর্তি হয়েছে তারা পারবে আগামীতে দেশের উন্নয়নে এই খাতে ভূমিকা রাখতে। বক্তব্য দেন, সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী। এতে সিবিইউএফটি বিভিন্ন নিয়মকানুন ও একাডেমিক পরিকল্পনা তুলে ধরেন আইকিউএসি ডিরেক্টর প্রফেসর কাজী নাজমুল হুদা। অনুষ্ঠানে সিবিইউএফটি’র ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে গান-কবিতায় উদীচীর নজরুল স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না