কলম–খাতা হয় না ধরা
বই ঢেকে যায় ধূলে,
কাব্য লেখা সহজ অতি
আঙুল দিয়ে ছুঁলে।
পত্রিকা আর হয় না পড়া
উল্টে দেখা ছাড়া,
টিভির খবর কোন্ সে জরুর
আছে অনেক তাড়া।
খবর এখন হাতের কাছে
মুঠো ফোনেই মেলে,
সকল তথ্য যায় যে পাওয়া
অনলাইনে গেলে।
প্রযুক্তিরই কল্যাণেতে
বিশ্ব এখন সাথে,
যখন খুশি ঘুরে আসা
সকাল– দুপুর– প্রাতে।