প্রযুক্তির উন্নয়ন ও ধারাবাহিকতায় পৃথিবীর সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে

উইম্যান চেম্বারের কর্মশালায় আবিদা মোস্তফা

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেছেন, প্রযুক্তির উন্নয়ন ও ধারাবাহিকতায় পৃথিবীর সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। গতকাল চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘ডিজিটাল ব্যবসার উদ্যোগ ও ব্যবসা ডিজিটালকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আবিদা মোস্তফা একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক লুৎমিলা ফরিদ সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান সিডব্লিউসিসিআইকে কর্মশালা আয়োজনে সার্বিক সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নারী উদ্যোক্তা মেজবাহুন্নেছা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নগদ লিমিটেড বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এ এস এম সামজিদুল ইসলাম।

কর্মশালায় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন, কাজী তুহিনা আক্তারসহ সদস্যবৃন্দ ও নতুন নারী উদ্যোক্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধবিতর্ক প্রতিযোগিতায় শাবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন চবি