একটি টেকসই ও উন্নত দেশ গড়ে উঠার জন্য বর্তমানে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উন্নয়নের বিকল্প নেই। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন করাই হলো পরিবেশবান্ধব উন্নয়ন। টেকসই এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিবেশের উপর ন্যূনতম প্রভাব ফেলে উন্নয়ন করা জরুরি। জলবায়ু পরিবর্তন, দূষণ, বনভূমি ধ্বংস, এবং জীববৈচিত্র্য হ্রাস বর্তমান বিশ্বের জন্য বড় হুমকি। বর্তমানে দেশে বায়ু দূষণের মাত্রা অধিক বেড়েছে। তাই বায়ু দূষণ রোধে প্রযুক্তির ব্যবহারে কারখানাগুলোর ধোঁয়া কমিয়ে আনতে হবে। তাছাড়া বন নিধন রোধে কঠোর পদক্ষেপ নিতে রোবোটিক্সের ব্যবহার করা যেতে পারে। পলিথিন, প্লাস্টিকের ব্যবহার কমাতে প্রযুক্তিনির্ভর টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও প্রযুক্তিনির্ভর দ্রুতগতির ট্রেন, এবং স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যাতায়াতকে সহজ ও পরিবেশবান্ধব করে তোলে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এবং বায়োমাসের মতো নবায়নযোগ্য ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে কার্বন নিঃসারণ হ্রাস করতে হবে।