প্রযুক্তিতে প্রকৌশলীদের অবদান বেশি

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে গত শুক্রবার আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রবীর কুমার সেন আইইবি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত প্রকৌশলীরা জাতি ও প্রকৌশল সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করার শপথ গ্রহণ করেন। কেন্দ্রের চেয়ারম্যান শপথবাক্য পাঠ করান। পরে কেন্দ্রের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ও জুম ক্লাউডের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে উচ্চমর্যাদার অধিকারী হতে হলে প্রকৌশল ও প্রযুক্তিতে শক্তিশালী হতে হয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার পেছনে প্রকৌশল ও প্রযুক্তি খাত এবং এই খাতের চালিকা শক্তি প্রকৌশলীদের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী এস.এম. শহিদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, দেওয়ান সামিনা বানু, মোহাম্মদ হারুন, সাদেক মোহাম্মদ চৌধুরী, সুভাষ চক্রবর্ত্তী, মোহাম্মদ নুরুল আবছার পিইঞ্জ, তৌহিদুল আনোয়ার, মোরশেদ মঞ্জুরুল ইসলাম, ইউসুফ শাহ সাজু, প্রদীপ বড়ুয়া, দেবব্রত দাশ, অসীম সেন, গিয়াস ইবনে আলম, তৌহিদুল ইসলাম। সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ও জুম ক্লাউডের মাধ্যমে কাউন্সিল সদস্যবৃন্দ ও প্রকৌশলী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিকে রোটারী ক্লাব সাগরিকার প্রজেক্টর হস্তান্তর
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে