প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে

শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদানকালে-হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার জ্ঞান অর্জনে এগিয়ে আসতে হবে। বর্তমান শেখ হাসিনার সরকার দেশে প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মাণ, কম্পিউটারসহ নানা প্রকার প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছেন। শিক্ষকদের এসব প্রযুক্তি শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীদের বিজ্ঞান ও প্রযুক্তির জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। গত রোববার পটিয়া উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকৌশলী কমল কান্তি পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধি মো. আতিকুজ্জামান, এম এজাজ চৌধুরী, আবুল কাসেম তালুকদার, মঞ্জুরুল আলম, এম নজুরুল ইসলাম ঝন্টু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধকবিরাজদের ঝাড়ফুঁকে নয় সঠিক চিকিৎসায় সুস্থ হয় মৃগী রোগী
পরবর্তী নিবন্ধচসিকের অভিজ্ঞতাকে সিলেটের উন্নয়নে কাজে লাগাবো