প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইন ক্লাসের নির্দেশনা

ষষ্ঠ থেকে নবম

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের পাঠ্যসূচি শেষ করতে প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩ জুলাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সূচি রয়েছে। আগামী ১৭ জুন কোরবানির ঈদ উদযাপন করা হবে। ১২ জুন থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। খবর বিডিনিউজের।

এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির আগে অর্থাৎ ১২ জুনের মধ্যে নির্ধারিত শিখন অভিজ্ঞতা শেষ করতে হবে। এ সময়ের মধ্যে তা শেষ করা না গেলে বিকল্প উপায় খুঁজতে বলা হয়েছে। নির্দেশনায় ছুটির সময় শিক্ষার্থীরা কী করবে তা বুঝিয়ে দেওয়া, দলগত কাজের পরিবর্তে একক কাজ দেওয়ার বিকল্প অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষকদের প্রয়োজনে অনলাইন ক্লাস নিয়ে, অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ কিংবা মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে বাড়িতে থাকার সময় শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করতে বলেছে এনসিটিবি।

পূর্ববর্তী নিবন্ধশেষ ওভারে নাটকীয়তা, দ. আফ্রিকার কাছে ৪ রানে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শিবিরে তিন যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা