পাকিস্তানের প্রয়াত স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মরণোত্তর মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় দণ্ড দেওয়া হয়। ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা ঘোষণার জন্য পাকিস্তানের পারভেজ মোশাররফের বিরুদ্ধে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) আমলে মামলা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একটি বিশেষ আদালত সংবিধানের ৬ অনুচ্ছেদ অনুযায়ী মোশাররফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২০ সালের ১৩ জানুয়ারি লাহোর হাইকোর্ট বিশেষ আদালতের রায়কে অসাংবিধানিক বলে রায় দিয়ে মামলার শুনানির আদেশ দেন। খবর বাংলানিউজের।